আপনি যা মানেন,
আমি তা মানি না।
আবার আমি যা মানি,
আপনি তা মানেন না।
আমার আপনার মন আলাদা তাই।
হাতের পাঁচ আঙ্গুল সমান নয়,
তেমনই সবার মন এক নয়।
জানা কথাই বললাম।

এবার আসি কাজের কথায়।  
ছোট থেকে কারোকে শেখানো হয়েছে
মিথ্যে বলা পাপ নয়, তাই সে সত্য মানে না।
ছোট থেকে কারোকে শেখানো হয়েছে
চুরি করা পাপ নয়, তাই সে নিজের পাতে না খেয়ে
অপরের পাতে খায়।
ছোট থেকে কারোকে শেখানো হয়েছে
মানুষ মারা পাপ নয়, তাই সে মানুষের মাংস খেতে দারুণ ভালোবাসে।
মন যখন কাদা মাটির মতো নরম,
যে ছাপ তাতে পড়ে, রয়ে যায় আজীবন।
পণ্ডিত মা বাবাও বহু ক্ষেত্রে অসতর্ক হয়ে পড়ে।
কেবল মূর্খ মা বাবাকে দোষ দেওয়া চলে না।  
  
সংস্কার তৈরি করে মন।
আমাদের ব্যবহার সেই মনেরই প্রতিরূপ।