১) মাঝি
কবি মাঝির মতো।
নৌকাটা তার অস্তিত্ব বাঁচাবার দায়।
দাঁড় দিয়ে সে লিখে চলে
সময়ের স্রোতের ভিড়ে
কত অলিখিত শব্দ।
পাল তার অনুভূতি-
সৃষ্টির হাওয়া লাগলেই
বেড়ে যায় প্রগতির গতি।
মাঝ দরিয়ায় এসে কবি দেখে
কাব্য সময়ের মতোই অনন্ত
জীবন সময়ের জালে বাঁধা থাকলেও।
এপারে জন্ম ওপারে মৃত্যু,
মাঝে শুধু কালের নিয়মে ভাসা
এক অনন্তের সন্ধানে।
২) মানুষের মন
সোজা মানুষ
সহজেই গলে যায়
ভাবমূর্তি নষ্ট করে বসে
লোকে বলে খারাপ
কিন্তু সে কারো ক্ষতি করে না
মন থেকে কারো ক্ষতি চায়ও না।
বাঁকা মানুষের
মুখে মিষ্টি ভিতরে বিষ
লোকে ভাবে কত ভালো
ঠান্ডা মাথায় অন্যকে ল্যাং মারে
কাক পক্ষীতেও টের পায় না
সমাজের সব নেতা।