১) মাছ ধরা
লোকটাকে দেখলাম খালের ধারে বসে মাছ ধরছে।
ওই পাঁকের মাছ মানুষে খায়?
নিতান্তই পেটের দায়।
লোকটার গলা পর্যন্ত পাঁক।
কষ্ট করে মুখ তুলে শ্বাস নিচ্ছে।
পাঁকে জন্ম, পাঁকের পথ চলা, পাঁকেই মৃত্যু।
লোকটা বোধহয় আমাকে বললো,
'আর কত পাঁক দেবেন বাবু'?
আমি শান্ত হয়ে জবাব দিলাম,
'আমার হাতে কিছু নেই'।
২) ভাবনা
যা খুশি ভাবো,
কোনো ক্ষতি নেই।
তোমার গণতন্ত্র তোমাকে সেই শক্তি দেয়।
তবে যুক্তি দিয়ে ভাবা উচিত।
আমি পাখির মতো উড়তে চাই, না বলে,
বলো, আমি ফ্লাইট-এ চেপে আকাশে উড়বো।
৩) গর্ত
ভাড়াটিয়া ঘরের মেঝেতে এক মানুষ সমান গর্ত খুঁড়লো।
বাড়িওয়ালা তার সাথে তর্কে না জড়িয়ে পুলিশ ডাকলো।
তার কী যুক্তি,
'গর্তে বসবাস করলে শরীরে কোনো রোগ কখনো বাসা বাঁধে না'!
পুলিশ বললো, 'এতো সাপের মতো কথা'।
বাড়িওয়ালা বললো, 'আমি ঘরে আর সাপ পুষবো না'।
ভাড়াটিয়ার ঠিকানা এখন পাগলাগারদ।
চুরি করে পালানোর পথ
অথবা চোরকে ঘরে ডেকে আনার পথ
সিমেন্ট দিয়ে ঢেকে দিলো বাড়িওয়ালা।