রামপ্রসাদের গান শুনে
মা কালী ঘুরে গেলেন।
সত্য না মিথ্যে আমার জানা নেই।
সন্দেহ হয়,
কারণ গরীবের কান্না শুনে
যে মা চোখের পলক ফেলেন না,
সেই মা জীবনবোধের সংস্কৃতি শুনে
জীবনের দিক ঘুরিয়ে দেবেন-
এটা স্বপ্নেও ভাবা যায় না!
লোকের মুখের প্রচার
আর ধর্ম কখনোই এক জিনিস নয়।
ধর্ম মানে লোকে যেটা ধারণ করে,
প্রচার যেটা করে, সেটা কভু নয়।
গরীবের হাহাকার হাওয়ার দাপটও প্রচার করে না,
মানুষের কথা না হয় ছেড়েই দিলাম।
হাওয়ার শব্দে মেলায় কান্না,
তবু রামপ্রসাদের গান হাওয়ায় ভেসে আসে।
হাওয়ার তেজে মূর্তি ঘুরে যায়,
হাওয়ার তেজে গরীবের মাথার ছাউনি উড়ে গেলেও।
মানুষ দেখে মায়ের রূপ
কিন্তু রূপের আধার কোথায়
তা খুঁজে পায় না কখনো!