১) লিপি
লিপি বাপির সাথে ঘুরে বেড়াতো-
ওর সাথে ডিসকো যেত, পাব-এ যেত,
প্রাণ খুলে হাসতো, গান গাইতো,
জীবনের পথ চলতো।
সবাই ভাবতো লিপি ও বাপি খুব ভালো সংমিশ্রণ।
পাঁচ বছর বাদে
লিপির বিয়ে হয়ে গেল বাবানের সাথে
আর বাপি কোথায় হারিয়ে গেল।
লিপি কাকে যেন বেশ বললো,
'ও আমাকে কী খাওয়াবে? ও জাস্ট বন্ধু ছিল!
আজকের দিনে ওর নাম মুখে আনিস না'।
লিপির বিয়েতে বাপি এল না-
তাকে বলা না হলে আসবে কী করে!
লিপি ও বাপি কেউ কারো খবর জানে না।
লিপি সুখে আছে।
বাপি কোথায় কে জানে?
লিপি বাবানকেই ভালোবাসে।
বাবান বাপির ব্যাপারে কিছুই জানে না।
২) লেখা
চাটুকারের লেখা।
আরশোলা ভুল করেও মাড়ায় না।
শুঁয়োপোকার পা আটকে যায় ওতে
আর ছারপোকার দল শোষকের রক্ত শুষে নেয়।
চাটুকারের লেখা মানুষ পড়ে না।
তাহলে পড়ে কে?
যার পা সে চাটে আর সে নিজে।
সেই লেখা গণতন্ত্রের কাছে পুরো মূল্যহীন।