আমি শব্দ নিয়ে অত চিন্তা করে লিখি না,
লিখি শব্দের ওপর চাবুক চালিয়ে।
চিন্তা চিতার সমান-
জীবিত মানুষ কেন অকারণে জ্বলবে?
আর যার বাস্তবের শক্ত মাটিতে চলা অভ্যাস,
সে মেঘ না করলে অযথা আকাশের দিকে কেন তাকাবে?
যুক্তিই জীবন।
যেখানে যুক্তি শেষ,
সেখানে মৃত্যু এসে উপস্থিত।
যুক্তি হল ধর্মের বাপ-
বাস্তব থেকেই জন্মায় দর্শন,
তা বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়ে না কখনও।
চিন্তা মানুষকে ব্যাকুল করে তোলে-
ব্যাকুলতা থাকলে কখনোই লড়াই করা যায় না-
লড়তে গেলে চাই মাটির মতো শক্ত মন।
মানুষ মাত্রই যেমন ভুল হয়,
তেমন মানুষ মাত্রই চিন্তা করে।
কিন্তু চিন্তা করলে ফসল জন্মায় না...
যুক্তি করে কর্ষণ...
চিন্তার শব্দে ধার নেই,
যুক্তির শব্দ ধারালো।