১) লেজ
বাচ্চা কুকুরটার লেজে
লোকটা বারবার সাইকেলের চাকা দিয়ে আঘাত করছে
আর ও চিল চিৎকার করছে
কিন্তু কাম্ড়াতে পারছে না।
কোনো দয়ালু ব্যক্তি বললেন,
'দাদা, শুধু শুধু কেন কষ্ট দিচ্ছেন বেচারাকে এভাবে'!
'লেজটা কি আপনার? আপনার কেন মাথা ব্যথা'?
'লেজটা যদি আপনার হতো, তাহলেই ব্যথার মর্ম বুঝতেন'।
২) হস্তক্ষেপ
সংসারে একটা সময়ের পর
কারো স্বাধীনতা কারো হস্তক্ষেপ করা উচিত নয়।
এতে মন ভেঙে যায়,
আর ভাঙা মন ভাঙে সংসার।
সকলকে নিজের জায়গায় দাঁড়িয়ে শ্বাস নিতে দাও,
অযথা তার ঘাড়ে শ্বাস ফেলো না।
তার শ্বাস বন্ধ করতে চাইলে,
নিজের শ্বাসই বন্ধ হয়ে আসবে।
৩) চেনা অচেনা
পুলিশ মুখ দেখলেই চিনতে পারে-
কে দোষী আর কে নির্দোষ?
ভুল করে ধরে কেবল ঘুষ খেলে!
তারা ফুলিশ, পুলিশ নয়!
পুলিশ দেখে আমি কখনো ভয় পাই না,
ফুলিশ দেখলে সত্যি ভয় লাগে
কারণ আমি পুরোপুরি নির্দোষ-
চেনা অচেনার ভিড়ে যেন হঠাৎ হারিয়ে না যাই।