আজ থেকে ত্রিশ বছর আগে
ওই ল্যাম্প পোস্টে আলো জ্বলত না।
এখনো জ্বলে না।
আজ থেকে ত্রিশ বছর বাদেও জ্বলবে না।
রোজ সূর্য ওঠে।
রোজ চাঁদ ওঠে।
তারারাও মিটমিট করে জ্বলে রোজ রাতে।
তাদের আলোর কোনও বিরাম নেই।
কিন্তু ওই ল্যাম্প পোস্ট সেই নির্লজ্জ ভাবে ঠায় দাঁড়িয়ে।
এতে কাদের লাভ?
তাদের জীবনে কী বাতি জ্বলে?
সময়ের পথের আলো নিভিয়ে কী
নিজের চলার পথ আলোকিত করা যায়!
যারা এ কাজ করে,
তারা সূর্যের আলোকে নিশ্চয় ভয় পায়।
আমি আপনি ভয় পাই চাঁদের আলো
কারণ সূর্য আছে বলেই তো সে আছে।
তারারা স্বাধীন কিন্তু সেই স্বাধীনতা আমাদের কাছে মূল্যহীন-
তারা অনেক অনেক দূরে, হাতের নাগালের বাইরে।
প্রত্যেকের জীবন পথে আলো জ্বলুক,
এটাই কাম্য।