আমাদের সবার বাড়ি ডাঙায়-
এ কথা আমরা সকলেই জানি।
আরেকটা কথাও আমরা সকলে জানি-
কেউ জলে বাস করে না।
জলে বাস না করলেও ডাঙায় ওঠার লড়াই
প্রতিনিয়ত আমাদের লড়তে হয়।
ডাঙায় বাড়ি থাকা সত্ত্বেও প্রায় সকলেই আমরা
জলে পড়ে আছি।
জল না থাকলে ডাঙার মহিমা বুঝবো কিভাবে!
সময়ের সাথে জল থেকে ওঠার লড়াই লড়ছি আমরা সকলে।
দু চারজন জল থেকে উঠে পড়ে ঠিকই।
বাকিরা উঠতে পারে কই !
জীবনের সব আশা পূরণ হয় না-
তাই সফল মানুষ এই পৃথিবীতে খুব কম-
যাকে বলে হাতে গোণা।
আমি সেই সব বীর মানুষদের সন্ধানে,
যারা ডাঙায় উঠে পড়েছে নিরাপদে ,
তারপরে জলে পা দিয়ে অসময়কে বলছে,
'কুমির তোমার জলকে নেমেছি'।