কথার জালে জড়িও না-
কথাই ডাকে বিপদ,
কথায় কাজ পণ্ড,
কথার অভিঘাতে মৃত্যু।
মুখ কথা বলে-
মুখের ধর্ম।
যার প্রাণ কথা বলে,
মুখের কথায় তার কী এসে যায়!
কান মন দিয়ে শোনে-
কানের ধর্ম।
যার দু কান কাটা, সে বেহায়া,
এই ধরা ধামে সে চিরসুখী।
কালা কিছু শুনতে পায় না,
তাই কথা ধরে ঝগড়া করে না।
বোবা শোনে সব,
কিন্তু বলতে পারে কই-
তার জ্বালা সব থেকে বেশি।
বোবার শত্রু প্রচুর,
কালার শত্রু নেই।
যার মন যত নরম,
হৃদয় যত কোমল,
তার ব্যথা তত বেশি-
সে ব্যথা দিতেও অক্ষম।
পাষাণ নিজে কাঁদতে পারে না,
তাই কাঁদাতে ভালবাসে।
কথার জালে জড়িও না-
মাছ ধরার জালের থেকেও সে সাংঘাতিক,
প্রেমের জালকেও সে হার মানায়,
জাল নোট তার কাছে ধরা দেয়...
একটু চালাক হও,
নিজেকে বাঁচাবার দায়ে-
কথার জালে জড়িও না।