সবার সাথে কথা বলে মুক্তি নেই,
যতক্ষণ না নিজের সাথে কথা বলতে পারছি।
যখন কবিতা লিখি,
তখন নিজের সাথে কথা বলি।
যে নিজের সাথে একদমই কথা বলে না,
সে পাগল।
আর যে সারাদিন নিজের সাথে কথা বলে,
সে রাজা বা মহারাজা।
নিজের সাথে কথা না বললে হাঁপ ধরে-
দিনে অন্তত এক ঘণ্টা নিজেকে না জানতে পারলে-
পুরো দিনটাই মাটি!
নিজের সাথে কথা বলা মানেই
জানতে পারা
কোথায় আমি ঠিক
বা কোথায় আমি ভুল।
এই ঠিক আমার ঘর ও শহরকে আলোকিত করতে পারে
আর এই ভুল এক নিমেষে নিভিয়ে দিতে পারে
দিনের সূর্য বা রাতের চাঁদ তারার আলো।
নিজের সাথে কথা বলে
জ্বালাই নিজের যা কিছু ভালো,
এতে সুখ আসে পরিবার পরিজনের ভিড়ে,
তাই চর শান্তি মনে প্রাণে।