বঙ্গ ভঙ্গ আন্দোলন। সুরেন্দ্রনাথ, দেশবন্ধু চিত্তরঞ্জন, শ্রী অরবিন্দ...।
ভাগ করা যায় মাটি, মস্তিষ্ক নয়।
কুচক্রীর বিরুদ্ধে কবিতা। অস্ত্রের বিরুদ্ধে আলেখ্য।
দমনের বিরুদ্ধে দান। বিবাদের বিরুদ্ধে বাণী।
দাঙ্গার দাবানল অন্ধ আঁখি।
কার্জনের কবরে মানুষের থুতু।
বাঙালী ভীরু নয়। বীর। নেতাজী ফেরেনি ঘরে।
ভয় মৃত। বাঙালী হৃদয় সদা জাগ্রত।
তিন বসুর অমর কীর্তি- ক্ষুদিরাম, রাসবিহারী ও সুভাষ।
বাংলার মাটিতে ফাটল ধরলেও, হৃদয় বাঙালীর অটল।
অন্যায়ের ভিড়ে মাথা তুলে দাঁড়ানো তার স্বভাব।
বাঙালিয়ানাকে ভয়- সেই ভয়ে অবাঙালী বাঙালীকে ভীরু কয়।
তখন সূর্য উঠতো বাংলায়,
অস্ত যেত ভারতে।
বাতাসে আজও 'বন্দে মাতরম্'।
দূষিত হোক যতই বাতাস, কোমলতা হারায় না।
কোলকাতা জাহাজ বন্দর কী মজে গেছে !
চলো সরাই পলি মাটি।
আবার পাড়ি জমাক জাহাজ বাংলা থেকে দেশান্তরে।
কিন্তু এখন আর জাহাজ দেখি না। সব নৌকো।
চলো যত নৌকো আছে সব একসাথে করে বানাই
একটা জাহাজ- যা আমাদের মুখপাত্র।
নাম রাখি তার 'কোলকাতা'।
রাজনীতি ভুলে, ভেদাভেদ ভুলে এগিয়ে চলি সমুদ্র পথে।
প্রত্যেক দেশে গিয়ে বার্তা দিই:
নবজাগরণ অজেয় অমর।
সকল রানার এক হও- চিঠি বিলি করার সময় এসে গেছে।