১) কবিতার প্রাণ

কবিতার প্রাণ
আলোচনায় নয়।
তাহলে কিসে?
তার প্রবাহে।

কবিতার প্রাণ
ভাষায় নয়।
তাহলে কিসে?
তার ভাবনাতে।

কবিতার প্রাণ
আবেগে নয়।
তাহলে কিসে?
তার যুক্তিতে।

কবিতার প্রাণ
সারমর্মে নয়।
তাহলে কিসে?
তার সৎসাহসে।

কবিতার প্রাণ
পুরস্কারে নয়।
তাহলে কিসে?
তার অসীমতায়।

২) কবির প্রাণ

কবি একজন মানুষই,
তবে মানুষের মতো
তার প্রাণ নিঃশ্বাস প্রশ্বাসে নয়-
তার প্রাণ তার কবিতায়।
কবিতাও শ্বাস নেয়, শ্বাস ছাড়ে,
তবে অন্যভাবে!
কেমন?
নিঃশ্বাস হল কবিতার নিস্তব্ধ অভিব্যক্তি
আর প্রশ্বাস হল কবিতার অন্তরের আন্দোলন।
এই দুটোর মধ্যেই
কবির প্রাণ পাখিটা ঘোরাফেরা করে
সময়ের সাথে সাথে,
এমন কি কবির অনুপস্থিতিতেও
মহাকালের নিয়মে!
এটা কিন্তু সোনার কাঠি আর রূপার কাঠির গল্প নয়,
বাস্তব সত্য যা দর্শন দ্বারা প্রমাণিত------