রেগে গিয়ে যে মানুষ যা তা বলে দেয়,
তার ভিতরটা নরম।
যে রেগে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে,
তার ভিতরে বিষ।
এমনও লোক আছে
যে বাইরেও খারাপ, ভিতরেও খারাপ
অথবা বাইরেও ভালো ভিতরেও ভালো।
আমি কবি, শেষ দলে
কিন্তু হঠাৎ হঠাৎ রাগ করে ফেলি।
এক মুহূর্তে সব তছনছ।
পরে আপসোস হয়।
সকলেরই মন খারাপ,
আমারও।
রাগ তখনই হয়
মনের কল্পনা যখন বাস্তবের মাটিতে দাঁড়াতে পারে না,
সংঘর্ষ হয় চিন্তা শক্তির সাথে মাটির সহিষ্ণুতার।
প্রত্যেক কবিতা জন্ম নেয়
এই ঘর্ষণের ফলে।
কবিতার জন্ম কালে কবির মনে ঝড় ওঠে-
যেমন ধ্বংস না হলে সৃষ্টি হয় না।
ঝড় আসার আগে সব চুপচাপ-
কবি চিন্তাশীল।
ঝড় যখন চলছে-
কলম থেকে কালি বেরনোর মুখে।
ঝড় শেষ, শান্ত চরাচর, বীজ ফেটে চারার উত্থান-
কবিতার জন্ম।
আপসোস একটাই
এই কবিতা কী অন্তিম কালেও ঘিরে রাখবে কবির অস্তিত্ব!