সব ঠাকুরেরই পুজো হয়।
যে যার নিজের জায়গায়,
নিজের মহিমায় বড়,
যে যার নিজের আসনে আসীন।
সবার আলাদা আলাদা আসন।
কারো আসন অন্য কারো জন্য নয়।
শিবের আসনে আমরা গণেশকে বসাতে পারি না,
গণেশের আসনে বসাতে পারি না দুর্গাকে।
তেমন শনির আসনে রবি বসেন না।
সব লেখাই অমূল্য-
সব পুজোর মত বা সব সম্পর্কের মত বা সব সত্যের মত।
সব কবি সাহিত্যিকই মূল্যবান।
বলতে পারেন সূর্যের আলোয় চাঁদ আলোকিত-
কিন্তু চাঁদেরও থাকা প্রয়োজন আছে,
তা না হলে আলোকিত হবে কিভাবে !
তুলনা করাটা অসভ্যতা ও অপরাধ দুটোই।
সকলকে তার যোগ্য মর্যাদা দিলে,
কারোকে ছোট করা হয় না।
সব যুগেই লেখার মূল্য আছে।
এ কাল সে কালের কথা নয়।
কালের অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই।
লেখাও কালের রূপ-
তার নেই অতীত, নেই বর্তমান, নেই ভবিষ্যৎ-
আছে কেবল অস্তিত্ব।
কালের মত লেখাও স্রোত,
কালের মত লেখাও মহৎ।