কী লিখবো পাই না ভেবে।
কেন ভেবে পাবো বলুন!
মন যে উড়ে যায় আকাশ পানে,
বলে, 'রামধনু ধরবো চলুন'।
পুরোটাই শূন্য চাওয়া।
রামধনু শক্ত নয় মাটির মতো।
আজ যে আছে, কাল তা নেই,
তবু ক্ষণিকের লোভে ভিখারির ক্ষত।
তিঁনি মাটির ন্যায় সহিষ্ণু।
তাঁকেই আমরা মাড়িয়ে যাই রোজ।
তাঁর ওপর গোটা অস্তিত্ব দাঁড়িয়ে,
তবু করি কই তাঁর খোঁজ?
তাঁকে না খুঁজলে লেখা বেরবে কেমনে?
আমার হাতে কাগজ কলম,
তাঁর হাতে জ্ঞান ও অক্ষর।
শ্রম করে কাটাই চলো ক্ষণিকের ভ্রম।