আমি বেকার।
দুবেলা দুমুঠো ভাতের খোঁজে,
দিনে রাতে হাহাকার।
লালনীল দলের এক ছোট রাজাবাবু বললো:
হলুদসবুজ দলের লোক সেজে যেতে হবে আর
খুন করতে হবে লালনীল দলের আরেক ছোট রাজাবাবুকে।
পেটের দায়ে রাজি হলাম।
কারণ ফাঁসি হবে না জানি।
সারা জীবন জেলে বসে ভাতকাপড় তো পাবো।
আগে কখনো এ কাজ করিনি।
তাই বন্দুক চালাতে গিয়ে হাত কেঁপে গেল।
এখন আমি জেলেই আছি।
শুনছি, লালনীল দলের সেই ছোট রাজাবাবু
শেষ প্রমাণটুকুও শেষ করে ফেলতে চাইছে।