ফল্গু নদীর বালির গভীরে যেমন জল থাকে,
হৃদয়ের অন্তরে বাসা বাঁধে ক্ষোভ।
ক্ষোভ নানা কারণে হয়-
আমি কেন ওর থেকে ছোট,
কী কম আছে আমার মধ্যে,
আমি কেন ওটা পাবো না, ও যেটা পাবে,
আমি কেন ওকে সেলাম করবো?
ক্ষোভ মানুষকে উদার হতে দেয় না।
যে আমাকে বঞ্চিত করে, তাকে আমিও বঞ্চিত করবো।
যে আমাকে হেয় করে, তাকে আমিও হেয় করবো।
এই ভাবনা নিয়েই চলছে পৃথিবী-
তাই এক সাথে সবার মঙ্গল করা যায় না,
গণতন্ত্রের হাজার বুলি আওড়ালেও।
লেখাপড়া শিখলে প্রতিশোধের প্রবণতা কমে
কিন্তু রাজনীতি করার প্রবণতা আরো সহস্র গুণে বেড়ে যায়।
শিক্ষিত শয়তান একেই বলে।
সভ্যতার সাথে সাথে পশু শিকার আমরা কমিয়েছি ঠিকই,
এখন পশুকে কেবল বন্দি করে রাখা হয়।
কিন্তু আমাদের ভিতরের পশুটাকে শিকার তো দূরের কথা,
আমরা কেউই বন্দি করতে পারি না।