১) খাবারের ছবি
ফেসবুক-এ খাবারের ছবি-
ঘরোয়া অনুষ্ঠান থেকে ফেস্ট,
বৌভাত থেকে জামাইষষ্ঠী,
এনিভার্সারি থেকে জীবনের শেষ কাজ...
কি খেলাম আর কি খাওয়ালাম!
বলি, কেউ কারো বাপের টাকায় খায় না-
নিজের রুচি, নিজের পয়সা ও নিজের এক্তিয়ার।
খারাপ লাগে তাদের জন্য
যারা ভালো ভালো খাবারের ছবি দেখে
কিন্তু ভালো ভালো খাবার খেতে পায় না।
অথচ সাম্যবাদী সমাজবাদীরাও স্ট্যাটাস দেয়-
লোকের ভাত মেরে ফ্রায়েড রাইস-এর ছবি দেখানো!
শেম্! শেম্!
২) খাবারে চুল
বড়লোকের পাতে চুল পড়লে
পুরো প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়।
মধ্যবিত্তের পাতে চুল পড়লে
খাবারের একটু অংশ ফেলে যাতে চুল লেগে।
গরীবের পাতে চুল পড়লে
কেবল চুলটা ফেলে দেয়, খাবার একেবারে নয়।
আমার টাকা অঢেল,
তবু পাতে চুল পড়লে আমি একটুকুও খাবার নষ্ট করি না।
বলতে পারেন,
আমি মনের দিকে গরীব।
আমি বলবো,
'মনের দিক দিয়ে একটু গরীব থাকা ভালো,
এতে খাবার অপচয় কম হয়'।