'আরে ঘরে কেন্নো ঢুকেছে।
ওটাকে এখনই বার করে দে'।
আমি কবি হওয়া সত্ত্বেও
পা দিয়ে লাথ মেরে
কেন্নোটাকে বাইরে বার করে দিলাম।
ও বেচারা প্রায় আধমরা।

এতো গেল ক্ষুদ্র প্রাণীর কথা।
এবার বৃহৎ প্রাণীর কথায় আসি।

'এই কে বেল বাজালো দেখ'।
'সেলসম্যান'।
মুখের ওপর দরজা বন্ধ করে দিলাম।

মানুষের এই দুটো বাজে রোগ-
ক্ষুদ্র অসহায়কে লাথ মারা
আর বৃহৎ অসহায়ের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া।
প্রথম রোগটার নাম আত্মঅহংকার
আর দ্বিতীয় রোগটার নাম আত্মকেন্দ্রিকতা।