আমি সৎ না অসৎ-
তুমি বিচার করার কে শুনি?
তুমি নিজে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা-
কলি যুগের শকুনি মুনি!

আগে নিজের পরীক্ষা নাও,তার পর আমার।
আমি সৎ বলেই গায়ে জ্বালাটা বেশি,
অসৎ হলে নিতাম অপরের পরীক্ষা------
মানুষ দু রকম- দেশী আর বিদেশী!

মানুষ মানুষের পরীক্ষা নেওয়ার কে?
সেই ইস্কুল জীবন থেকে দিয়ে আসছি পরীক্ষা------
পরীক্ষার শেষ নেই, জীবনের শেষ আছে।
মানুষ হয়ে মানুষের থেকে কেন নেবো দীক্ষা?

পরীক্ষা নেওয়ার অধিকার আছে কার?
যে তাঁর মতো অনন্ত।
সময়ের পথে জীবন বিলীন।
মহাকালের নেই আদি অন্ত।

পরীক্ষা দেবো কেবল তাঁর কাছে।
এ পরীক্ষায় নেই পাস ফেল-  
আছে কেবল নিজেকে উপলব্ধি করার সুযোগ
আর যাত্রার পথে কালের খেল------