তুমি আমি বসবো গদিতে।
তোমার গদি।
আমার গদি।
চলো যুদ্ধ যুদ্ধ খেলা খেলি।
ভেড়ার দলকে লেলিয়ে দিই।
তোমার আমার সন্তানেরা থাকুক সুখে, বিদেশে !
কোনও মা সন্তান হারা।
কোনও স্ত্রী স্বামী হারা।
কোনও বোন ভাই হারা।
কোনও কন্যা পিতা হারা।
কোনও ঠাকুরমা নাতি হারা।
কেউ বিয়ের ফুল ফোটার আগেই বিধবা!
কালো ভেড়ার লোমের দাম পাঁচ লক্ষ টাকা।
যদি সাদা ভেড়া হয়, তাহলে দশ লক্ষ।
আমার চোখে দেশের মা, বিদেশের মা এবং শত্রুর মা-
সকলেই সমান।
মাতৃত্ব সব জায়গায় এক ও অভিন্ন।
কোনও মায়ের কোল আমি ফাঁকা করতে চাই না।
যুদ্ধে বিশ্বাসী নই বলে,
আমাকে সমাজ বিরোধী বলবেন না যেন!
স্বাধীনতার যুদ্ধ ও পরাধীনতার যুদ্ধ সম্পূর্ণ আলাদা...
জয় হিন্দ!