ক্রোধের বশে কিছু চাইতে নেই-
এতে অনেকটাই না চাওয়া থেকে যায়-
আর না চাওয়া থেকে জন্ম নেয় না পাওয়া।
সে সবার কাছ থেকে সুরক্ষা চাইলো-
নর, কিন্নর, পশু, পাখি, পোকা ইত্যাদি ইত্যাদি-
নারীর কাছ থেকে চাইলো না কোনও সুরক্ষাই।
ক্রোধের বশে তুচ্ছ করলো নারীকে-
শেষ পর্যন্ত মরতে হল নারীর হাতেই-
মা সবার বড়, সর্বশক্তিময়ী, তার জরায়ুতেই বিশ্বের উৎপত্তি।
তাই কারো ওপর রাগ করে কোনো কিছু চাইতে নেই-
মা অসন্তুষ্ট হন, সে তো সদা মমতাময়ী-
হাসি মুখে চাইলেই মা খুশি হন।
মা তার দুষ্টু ছেলেকে তিনবার সুযোগ দেন-
সদ্ব্যবহার করতে না পারলে শাস্তি-
মায়ের হাতেই জন্ম, মায়ের হাতেই মৃত্যু।