কে বললো তুমি আলেক্সান্ডার বা নেপোলিয়ন-এর থেকে কম?
ওনারাই তোমার যোগ্য নন!
যখন লাহোর পায়ে হেঁটে মাত্র তিন ঘণ্টার পথ,
তোমাকে ডাকা হল-
তুমি গেলে সূর্যোদয় হয়ে
কিন্তু ফিরে এল তোমার মৃতদেহ সূর্যাস্তের মতো।
আজও কেউ জানে না কেন সাগর তীরে এই রূপ সূর্যাস্ত হয়ে থাকে?
দেশের সেনারা লাহোর থেকে দেশে ফিরে এল,
যেমন সূর্যাস্তের সময় কাকেরা ফেরে নিজেদের বাসায়।
সেনারা তখনও ক্লান্ত নয়
কিন্তু সারা দেশ শান্ত।
শান্ত চৌবাচ্চার জলের মতো-
মুখে 'রা' শব্দটি নেই!
সেনারা আবার লাহোরেই ফিরে যেতে চাইছিল
কিন্তু 'দুর্গেশ দুমরাজ'-এর মতো তুমি চুপ করে গেছিলে চিরতরে।
তুমি পিঠ দেখাওনি-
যারা তোমাকে চেপে দিলো,
তাদের বুকের ছাতি স্পঞ্জের মতো-
জল ভরা অবস্থায় ফুলে থাকে মাত্র।
লাল শক্তির প্রতীক,
যা বাহাদুরের জীবনের অঙ্গ,
তাই শাস্ত্র অধ্যয়ন না করলেও তুমি শাস্ত্রী।
তোমাকে সহস্র প্রণাম!