খুঁজবো কোথায় কে আপন কে পর?
নিজেকে দেখি চেয়ে চেয়ে অতঃপর।
আমি আমার আপন, আবার আমি আমার পর!
নিজের মর্ম যখন বুঝি, চিনতে পারি স্বরূপ।
নিজের খুশিতে নিজেই সুখী, নিজের কাছে অরূপ।
নিজের ভিতর তখন স্বর্গ, অতি প্রাকৃতিক রূপ।
নিজের জ্বালায় যখন জ্বলি, নিজের কাছে নত।
পাশের মানুষ অচেনা তখন, নিজের ভিতর ক্ষত।
নিজের প্রতি হারাই বিশ্বাস, হারানো সময়ের প্রতিশ্রুতি যত।
নিজেকে তাই বলি আমি, সদা থাকো শান্ত।
বিপদে আপদেও ধরে রাখো নিজের আদি অন্ত।
দেখবে তাঁর আশিস মিলবেই, তুমি নয় বিচলিত, নয় ক্লান্ত।
ধৈর্যই তাঁর পরীক্ষা, জানবে তাঁরই অবয়ব।
দুর্দিনেও নিজের ভিতর করো তাঁর অনুভব।
দেখবে সব দিনই সুদিন, তাঁর হাতের ছোঁয়ায় মহোৎসব।