কাজ করতে না চাইলেও
কাজ এসে যায়
কারণ কাজ চেনে কাজের মানুষকে,
অকাজের মানুষের দিকে সে ফিরেও তাকায় না-
ফাকিঁবাজকে কাজও ফাঁকি দিয়ে চলে যায়।
কাজের মানুষের জন্য
কাজ ফাঁদ পাতে-
কখন ধরবে তাকে নিজেরই প্রচেষ্টায়,
তারপর নিজে ধরা দেবে তার আঙিনায়।
কাজের মানুষ কাজ ফাঁকি দিয়ে থাকতে পারে না কখনো-
কাজের অপর নাম দায়িত্ব-
যেখানে দায়িত্ব নেই, সেখানে কাজও নেই।
অকাজের মানুষ সহজেই দায়িত্ব ঝেড়ে ফেলে দেয়,
কাজের মানুষ তা পারে না।