মানুষ মানুষকে উপদেশ দেয় :
ভবিষ্যতের কথা ভেবো না।
কিন্তু সত্যি কথা এটাই যে
কালকের আশা নিয়ে
মানুষ আজ রাতে ঘুমোতে যায়।
যদি সে আশা না বাঁচতো,
তাহলে মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারতো না-
জেগে থাকতো পেঁচার মতো
আর দিনে ঘুমোতো আশাহত হয়ে।
এই আশাই ভাবায় আগামীর কথা-
এতে কোনো অপরাধ নেই
কারণ ভবিষ্যতের জন্যই মানুষ সঞ্চয় করে।
আগামীর কথা আমরা কেউ জানি না,
তবে আশা রাখি যে ভাল হবে,
তা না হলে আজ বাঁচবো কিভাবে?
রাতে নিশ্চিন্তে ঘুমোতে যাব কিভাবে?
জীবনের ঘুম আর মরণের ঘুম যে সম্পূর্ণ আলাদা!
কালকের আশা আছে বলেই
তো জীবনটা আজও টিকে আছে------
কালকের আশা বাঁচুক,
বাঁচি আমি ও আপনি!