কাজ ভক্তির প্রতিরূপ,
ভয়ের অনুরূপ কভু নয়।
যে কাজ আনে প্রতিপত্তি,
সেই কাজ অন্তর থেকেই করা হয়।
ভুল হওয়া কাজ, অকাজ বা কুকাজে
বিরাজমান কেবল ভয়।
ভয়ের কাজ মানুষের হয়ে মানুষেরই জন্য,
ভক্তির কাজে অন্তরে তাঁরই জয়।
ভয়ে না বেঁচে থেকে ভক্তি ভরে
কাজের কথা অন্তর্যামী কয়।
অন্তরের কাজে নেই কোনো বাঁধা,
ভয় পেয়ে কাজেই আসল ক্ষয়।
দুনিয়া তাঁরই সোনার সংসার,
মানুষের ভ্রমের সংসারে সবই নয়ছয়।
মানুষের কথায় কান না দিয়ে
অন্তরের জ্বালা যে সয়, সেইই রয়।
সকলে এটা জানি যে
ভয়ের স্রোত মানুষের মনে সদা বয়।
অন্তরের আলো জ্বালিয়ে কাজ করে যাও
যদিও বাহির অন্ধকারময়।