সংসারে জ্বালা সবথেকে বেশি,
পুড়ে মরার জ্বালার থেকেও।
এ জ্বালা জ্বালায় ভিতর থেকে,
হার মানায় বাইরের জ্বালাকেও।
কিভাবে মুক্তি আসে এই জ্বালা থেকে?
সংসার থেকে পালালে জ্বালা আরো বাড়ে।
জ্বালার ভিতরে থেকেই জ্বালার উপশম।
শান্তি এখানেই বিরাজমান, এই সংসারে।
জ্বালার মলম জ্বালাই যোগায়।
জ্বালার ভিড়েই জ্বালা থেকে মুক্তি।
জ্বালার সাথেই বাঁচার লড়াই।
জ্বালাতেই আত্মাহুতি।
জ্বালা নিয়ে ঘর সবাই করে।
যে যোগী, সে জ্বালার আগুনকে জ্বালিয়ে দেয়-
নিজের যোগবলে নিজেরই মুক্তি।
জ্বালার ভিড়ে থেকেও জ্বালা জুড়ায়।