যুক্তি তর্ক সব জায়গায় খাটে না।
বিশ্বাসই জীবনের সার।
বুদ্ধির বিচার হঠাৎ করেই শেষ হয়।
বিবেক ভক্তি অপার।
জ্ঞানী পুরুষ যোগী বটে।
তবে পরম যোগী নয়।
পরম যোগী সেইজন জেনো,
যার অজ্ঞানেতে নাইকো ভয়।
ভয় নেই যার প্রাণে,
সে আনে শতাব্দীর জিত।
ভীরু জ্ঞানী তর্ক করে,
যুক্তির ভারে হারায় ভিত।
অজ্ঞানতার অন্ধকারে যে জ্বালে প্রদীপ,
সে সাধক পরম।
আলো ঝলমলে পথে সাবধানী পায়ে
এগোয় কেবল অধম।