১)
নেতাজী 'জয় হিন্দ' বলতেন-
কখনোই 'জয় শ্রী সীতাপতি' বলতেন না:
হিন্দ হাতি ঘোড়া সকলেরই দেশ।
বিভাজনের নীতি করে নেতাজীর নামে
মতদান ভিক্ষা করার নজির এই প্রথম।
নেতাজী আজ জীবিত থাকলে
নিজের জন্মদিনে কখনোই কেক কাটতেন না-
বলতেন, 'এই স্বাধীনতা আমি চাই না'।

ভদ্রমহিলা অভিমান করে চলে গেলেন,
মুখ ফুটে কিছুই বললেন না------
আসলে উনি মতদান চাইতে আসেননি-
এসেছিলেন আদর্শের বুলি আওড়াতে:
তা আর হল না।

নেতাজীর ছবির দিকে তাকিয়ে দেখলাম
কোনও প্রতিক্রিয়াই নেই।
প্রতিবাদ করার সব শক্তিই উনি হারিয়েছেন।
নেতাজীর দেশ এখন নেতাজীর হাতে নেই।
কিন্তু কার হাতে এই ভূখণ্ড?
বিভাজনের হাতে।
নেতাজী মনে প্রাণে কখনোই বিভাজন চাননি।
আর দিমো মনে প্রাণে নেতাজীর নামে মতদান চান
কিন্তু নেতাজীকে চাননা!

চলবে