(শেষ অংশ)

ভারতের সব রাজ্যই নেতাজীর।
ভারতের সব নদীই নেতাজীর।
ভারতের সব ভাষাই নেতাজীর।
ভারতের সব ধর্মই নেতাজীর।
কিন্তু ভারতের সব রাজা রানী কেন নেতাজীর নন!

নিজের জন্মদিনে তিঁনি অসহায় ভাবে দেখছিলেন
নিজের আদর্শের অপমান- তাঁর চোখ ছলছল করছিল-
করুণায়- ওটাই বীরের ধর্ম।
তাঁর বাহান্ন ইঞ্চি ছাতি ছিল না
কিন্তু আকাশের মতো বড় একটা হৃদয় ছিল-
তাই একতার গান গেয়েছেন আজীবন।

দিমোজী কি বুঝবেন নেতাজীর মর্ম!
ওটা ওনার মতদানের তাস।
জাদানি জাম্বানির কাছে টাকা খেয়ে
কালো টাকাকে সাদা করার নামে
কালো টাকার ঘুড়ি উড়িয়েছেন দেশের আকাশে।
আর পাবলিক হাভাতে হয়ে সুতোয় মাঞ্জা দিয়েছে।
শিয়াল কুকুর 'ভোকাট্টা' বলে চিৎকার করেছে।

দাড়ি রাখলেই রবি ঠাকুর হওয়া যায় না,
তাহলে যে কেউ দাড়ি রেখে বিশ্ব কবি হয়ে যেত!
বিশ্ব কবি একজনই------
দাড়ি দাদু দিমোজী হলেন সেই সীতাপতির পাঁঠা, কিন্তু ডাকটা আলাদা-
ম্যা ম্যা-র জায়গায় হাম্বা হাম্বা!

আবার সিংহের গর্জন কবে শুনবে দেশ?
সেই অপেক্ষায় আসমুদ্রহিমাচল।
নেতাজীর আদর্শে অনুপ্রাণিত রাজা------

সমাপ্ত