যত জ্ঞান বেশি, তত শান্ত।
যে নিজের স্বরূপ জানে, সে চুপচাপ।
অজ্ঞানীর কথার বিরাম নেই।
সব কিছু জানা সত্যিই পাপ।
অজ্ঞানী ওঠে পাহাড় চূড়ায়।
অজ্ঞানী যায় সাগর পানে।
অজ্ঞানী চলে মরু জঙ্গলে।
তারে পাবে কোথায় কোনখানে।
শোনো বলি তোমায় আজ
কথা কম বললে পরে
অনেক কিছুই দেখা যায়।
অতি ভাষ্যে সময় পিছিয়ে পড়ে।
জ্ঞানী যায়নি এখনো কোনো জায়গায়।
জ্ঞানী বসে তার বদ্ধ ঘরে।
জগতে কত কিছু দেখার আছে।
কিন্তু গোটা জগৎ যে তার অন্তরে।