জোর করে কোনো কিছুই করা যায় না-
ছেলে মেয়ের বিয়ে থেকে শুরু করে
রাজনৈতিক মতবাদ চাপানো পর্যন্ত।
কতদিন জোর করবে?
না খেতে দিলে, চুরি করে খাবে
আর বেশি খেতে দিলে, বেসিনে বমি করে দেবে।
তাই বুঝে শুনে সকলকে খেতে দেওয়া উচিত।
জোর করে লেখাপড়া করানোও যায় না-
ও এগিয়ে গেল, তুই এগোতে পারলি না।
যার হবে না, সে এগোতে গেলেই হোঁচট খাবে।
যায় হবে, তাকে বলতেই লাগে না।
আসল কথা-
জীবন থেকে জীবিকা
সমাজ থেকে সংস্কৃতি
প্রেম থেকে পরিণয়
নেতা থেকে নেতৃত্ব
রোগ থেকে মৃত্যু
সবই গণতন্ত্রে মাপা।
গণতন্ত্রে কোনও জোর খাটে না।
এ যুগে আমরা যে যার জায়গায় নায়ক,
গোটা আপামরের নায়ক কথাটা ভাবাও পাপ।