আজ তোমার শুভ জন্মদিন।
কে বললো?
আমি রোজ পুরানো জামা ছেড়ে
নতুন জামা পরি-
রোজ আমার পুনর্জন্ম হয়:
রোজ আমার শুভ জন্মদিন!
গতকাল আমি জানতাম-
সদা সত্য কথা বলা উচিত
কিন্তু আজ জানলাম-
গোটা সমাজ আমার ওপর মিথ্যাচার করে,
তাই বাঁচার তাগিদে আমাকে মিথ্যে বলতে হবেই।
গতকাল আমি জানতাম-
সকলের জন্য ভাবা উচিত
কিন্তু আজ জানলাম-
যে যার নিজের কথা ভাবে,
এই দুনিয়ায় সবাই স্বার্থপর,
তাই আমারও উচিত কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকা।
গতকাল আমি জানতাম-
উপদেশ শোনা উচিত
কিন্তু আজ জানলাম-
হাতি কাদায় পড়লে চামচিকাতেও ল্যাং মারে,
তাই দু কান কাটা হয়ে গেলাম।
গতকাল আমি জানতাম-
মানুষের ভালো করলে নিজের ভালো হয়
কিন্তু আজ জানলাম-
মানুষ তাতে পেয়ে বসে,
তাই মানুষের কখনো ভালো করতে নেই।