আমেরিকাতে যমজ মিনার ভেঙে খানখান হয়ে গেছিলো-
সে গল্প মনে করলে আজও গায়ে কাঁটা দেয়।
মানুষের মাথা ভারী,
পুড়ে মরবে না বলে
মাথা উল্টে হাওয়ার সাথে
যেমন শিলা বৃষ্টি হয়, তেমনই পড়ছে।
তাদের হাহাকার হারিয়ে গেছে হাওয়ায়।
আর বলতে পারছি না-
হারিয়ে যাচ্ছে ভাষা।
দেশের মাটিতে ধসে পড়লো আরেক যমজ-
হিংসার অসহায়ত্বে নয়, মানুষের বেআইনী পাপের অসহায়ত্বে।
কোনো মানুষ মাথা উল্টে পড়েনি-
কেবল লেজ তুলে পড়েছে পাপের কংক্রিট।
এ পতন কোনো আততায়ীর কাজ নয়,
আইনের কাজ।
আইন যখন কাজ করে বেআইন মুছে যায়।
আততায়ীর বিরুদ্ধে আজও আইন সক্রিয়-
ভেবে শান্তি পেলাম।
এরকম বহু যমজ মিনার আছে বহু মানুষের মনে।
মন অসৎ ভাবলেও,
হৃদয় কখনো অসৎ ভাবে না-
হৃদয় কাক চক্ষুর মতো স্বচ্ছ।
বিবেকের আগুন পুড়িয়ে দিক সেই সব মিনার।