যখন বনে সিংহ নেই-
শিয়ালের দল, নেকড়ের দল, হায়েনার দল
বেরিয়েছে শিকারে।
কিছু বাঘ দলবদ্ধ হয়ে
মোকাবিলা করার চেষ্টা করছে।
কিছু চিতা ঝাঁপিয়ে পড়েছে
প্রাণপণে রক্ষা করছে বনের শেষ অস্তিত্ব।
হরিণের দল শঙ্কিত।
মহিষের দল শঙ্কিত।
জেব্রার দল শঙ্কিত।
শঙ্কিত হাতি ঘোড়ার দলও।
বনের নাম আফগানিস্তান।
সেখানে সরকারের পতন,
তালিবানের উত্থান।
সভ্যতার ইতিহাসে অসভ্যতার উৎপত্তি।
সময়ের ভিড়ে অসময়ের জাগরণ।
সত্যের দরজায় এসে কড়া নাড়ে অসত্য।
কোথায় পশুরাজ?
যার একটা গাম্ভীর্য পূর্ণ হুংকারে
কেঁপে ওঠে এই বিশ্বব্রহ্মাণ্ড।
যার কেশরের ঝাঁকুনিতে
জেগে ওঠে সেই ঘুমন্ত আগ্নেয়গিরি।
যার উপস্থিতির মহিমায়
দুলে ওঠে ওই তেপান্তরের মাঠ।
সেই নেতা।
বাকি সব অভিনেতা।
হে পশুরাজ!
আমি তোমার ধ্যানে বসেছি,
যেমন হিমালয়ের ঋষিরা মগ্ন দেবতার ধ্যানে!