যদি এমন হতো
এই ছোট্ট জীবনটা-
সব কিছুতেই
দুই আর দুই-এ চার।
দিনে বলতাম,
'রাতের আকাশের চাঁদ চাই'।
রাতের চাঁদ থাকতো আমার হাতে,
রাতের আকাশ হতো অন্ধকার।
রাতে বলতাম,
'কেবল ফুঁ দিয়ে নিভিয়ে দেবো সূর্যের আগুন'।
আর পরের দিন দিনের আকাশে
উধাও সূর্য।
দিনে রাতে আলো নেই,
এ কেমন জীবন!
না, জীবনে আলো চাই-
তাই দুই-এ দুই-এ বাইশ করো,
কখনো চার বা শূন্য নয়!