এত জ্বালা কিসের তোর বল।
কে জ্বালায় পরান।
কিসের তরে আগুন লাগে।
কে কাঁদায় পরান।
জেনে নে নিজের ভাল।
দেখে নে নিজের আলো।
বসে ভাবিস কার কথা।
তারে চেন তোর অন্তরে।
ব্যথা কেমন কুড়ে খায়।
শান্তি লুকায়ে তোর অন্তরে।
জেনে নে নিজের ভাল।
দেখে নে নিজের আলো।
জ্বালা জুড়িয়ে যাবে এক নিমেষে।
মুক্তির জল নেভায় আগুল।
ব্যথা ফুরিয়ে যাবে এক পলকে।
মুক্তির হাওয়া তাড়ায় আগুন।
জেনে নে নিজের ভাল।
দেখে নে নিজের আলো।
সে ছাড়া কে আপন এই দুনিয়ায়।
ভাব কেবল তারে।
অন্য কিছু ভাবলে পরে বাড়ে মায়া।
চেন কেবল তারে।
জেনে নে নিজের ভাল।
দেখে নে নিজের আলো।