২)
নেতাজী এক কালে বলেছিলেন,
'তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো'।
এখন বেঁচে থাকলে বলতেন,
'তোমরা আমায় একতা দাও, আমি তোমাদের স্বপ্নের দেশ দেবো'।
হাতি ঘোড়া এক টেবিলে বসে আহার করতো-
আজাদ হিন্দ-এর আদর্শ।
নেতাজীর ছবিটা দেখে রবি ঠাকুরের 'ছবি' কবিতাটা মনে পড়ে গেল।
সত্যিই নেতাজী কী কেবলই ছবি?
না, তিঁনি সারা ভারতের হৃৎস্পন্দন।
না, তিঁনি আসমুদ্রহিমাচলের যত বৃক্ষ আছে, তাদের বীজ।
না, তিঁনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা এপিসেন্টার-
বহু টেকটনিক প্লেট ওনাকে ধরে দাঁড়িয়ে আছে।
তাঁর মৃত্যু নেই। তিঁনি আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে।
কিন্তু দিমোজীর হৃদয়ে তিঁনি নিখোঁজ- তাঁর দেখা নাই রে!
এই ঘটনাই কী ঘটার ছিল!
খারাপ লাগছে দারুণ- এ শুধু বাংলার অপমান নয়:
গোটা দেশ, গোটা জাতির অপমান।
এই অপমান আর সহ্য হচ্ছে না।
জাতির জনকের হত্যাকারীদের এটাই দেশপ্রেমের নমুনা!
চলবে