১) যন্তর মন্তর
যন্তর মন্তর-
দাবি আর শোষণের যন্ত্রণায় কাতর।
জনতার ভিড়, বিক্ষোভ মিছিল------
প্রশাসনের জল কামান বা কাঁদানে গ্যাস: দারুণ মুশকিল।
বিদ্রোহের ভিন্ন স্বভাব!
ছররা বন্দুকের অভাব!
উপত্যকায় পাথর মেলে, রাজধানীতে ধুলো বালি------
হাতের মুঠোয় উন্নয়ন, তথাপি পকেট খালি!
২) চন্দ্রযান
চন্দ্রযান নিখোঁজ:
আনন্দবাজারে বিজ্ঞাপন।
জেএলএন-এর আছে নাকি হাত!
কি বলে অর্ণব বাছাধন?