১) জালে মাছ
আমি বাঁ হাতে জাল বুনি
আর ডান হাতে মাছ ধরি।
আপনি বললেন,
'দুটো কাজ একসাথে হয় না।
কেবল মাছই ধরো।
জাল বোনার কোনো প্রয়োজন নেই'।
'আচ্ছা বলুন তো,
জাল যদি না বুনি,
তাহলে মাছ ধরবো কিভাবে?
জাল বোনা জীবন
আর মাছ ধরা জীবিকা।
জীবন আগে, তারপরে জীবিকা।
জীবনই যদি না থাকে, তাহলে...'।
আপনি থামিয়ে বললেন,
'দর্শন বুঝি না। বুঝি কেবল ক্যারিয়ার।
জাল কিনে মাছ ধরো। সময় বাঁচাও'।
আমি হাসি মুখে বললাম,
'মাছের সাথে ইঁদুর ধরবো কি তাহলে,
আমিও যে শামিল সেই ইঁদুর দৌড়ে'!
২) সাহসিকতা
'রাফ এন্ড টাফ হও,
তাহলেই জীবনে বড় হতে পারবে'।
'কাকুভাই,
আমি লেখাপড়া শিখে মানুষ,
বিদ্যাবুদ্ধিতে বড়।
রাফ যদি হই
শিষ্টাচার শিখতে পারবো না কখনো।
টাফ যদি হই
সহানুভূতি দেখাতে পারবো না কখনো।
আমার মেধা আছে,
সুতরাং কাজ পারি,
তাই লোকে ডাকে।
এই পর্যন্তই'।