সব ওষুধ সবার জন্য নয়-
কেউ এক কথায় রাজি,
কারোকে রাজি করাতে গেলে বেতের প্রয়োজন-
যে এক কথায় রাজি,
তাকে অযথা বেত মারবো কেন
অথবা যে বেত পেয়ে রাজি,
তার কাছ থেকে সহজে কোনো কিছু আশা করবো কেন?
অনেক মাস্টারমশাই ভাবেন-
ঠেলা বাবারও বাবা।
মাছকে ঠেললে সে আকাশে উড়বে
অথবা পাখিকে ঠেললে সে জলে সাঁতার কাটবে-
এমনটা করা ভগবানের দ্বারাও সম্ভব নয়!
তাই মাস্টারমশাই কখনোই ছাত্র গড়েন না,
ছাত্র গড়ে তোলে ছাত্রেরই বিবেক।
আমি তাই কখনোই মাস্টার হতে চাই না।
আমি চাই ছাত্রদের জন্য কবিতা লিখতে
আর তাদের মাস্টারমশাইদের পড়ে শোনাতে-
শিক্ষা কোনো বোঝা নয়,
শিক্ষা একটা বড় কবিতা।
আমি কবি হয়ে শিক্ষা দিতে চাই-
বেতের কলম আমার হাতে।