২)
(বাকি অংশ)

আমি অহিংস পথে বিশ্বাসী-
হৃদয়ে দয়ামায়া প্রচুর।
কিন্তু এই মহাপুরুষের মহান অবদান অস্বীকার করি কিভাবে!
কেউ তা পারে না-  দিমোজী ছাড়া------
মতদানের আগে কত ঘটনাই না ঘটে।
মানুষ তা মনে রাখে না।
কিন্তু ভদ্রমহিলার এই প্রতিবাদ
তাঁর জন্মদিনের সাথে মিলেমিশে গেছে।
তাঁর আগামী জন্মদিন গুলোতেও তা ভাসবে মানুষের চোখে।
সীতাপতিকে কেউ চোখে দেখে নি, নেতাজীকে দেখেছে।
'জয় শ্রী সীতাপতি' নয়, বলো, 'জয় নেতাজীর জয়'।

৩)
নেতাজী কখনোই 'জয় বাংলা' বলেন নি
কারণ তিঁনি গোটা ভারতের নেতা, কেবল মাত্র বাংলার নন।
ভারত মানে কাশ্মীর থেকে কেরল।
ভারত মানে মহারাষ্ট্র থেকে মিজোরাম।
নেতাজী সবকটি রাজ্যেরই নেতা।
নেতা একজনই হন- নেতাজী।
'বন্দে মাতরম্' বলা যেতে পারে-
মা এখানে ভারত মাতা।
'ভারত মাতার জয়' বলা যেতে পারে-
এখানে রাজ্য নিয়ে রাজার নীতি করা হচ্ছে না।
'আমার ভারত মহান' চলতে পারে-
আসমুদ্রহিমাচলের সবই মহান।
  
চলবে