১) যা চাই
যা চাই, যদি তাই পাই।
জীবনে কেবল সুখ আর সুখ।
কোনও দুঃখ নেই।
কিন্তু ছায়া ছাড়া কায়া মূল্যহীন-
কায়া আছে মানে ছায়া থাকবেই।
সুখ থাকলে দুঃখ থাকবেই,
নইলে সুখের মাহাত্ম্য কোথায়?
তাই সব দিও না ভগবান!
একটু উপভোগ করি জীবনটাকে।
পাওয়া ও না পাওয়ার মধ্যে যে ভারসাম্য বজায় রাখে,
সে পরম যোগী।
২) সব কবিই
সব কবিই রাজনীতির শিকার।
যে কবিকে রাজনীতি গ্রাস করে নি,
সে কোনও কবি নয়।
রাজনীতি বা গ্রহ কারো জীবন চালায় না,
জীবনকে চালায় কেবল কবিতা।
শুধু জীবনকে চালিয়েই সে নিশ্চিন্ত নয়,
সে জীবনের দিক বদলেও দেয়।
আর গ্রহ থেকে গ্রহে কবিরা কবিতা ফেরি করে বেড়ায়-
তাই গ্রহ গুলো আলো পায়।
সব গ্রহের আলো পৃথিবীর মানুষ দেখতে পেলেই,
ঘুরে যায় রাজনীতির দিক।
কবির পরম দায়।