বলতে পারেন আপনারা,
ঈশ্বর এখন কোথায়?
জলে স্থলে আকাশে বাতাসে
না পথের ধূলিকণায়!
সে পথে রাজা ও রানী যায় না কভু,
কেবল মানুষ সে পথ মাড়ায়।
মাটিতে কত পদচিহ্ন,
তবু মাটির মান কি কখনো নষ্ট হয়?
আজ মানুষের দরবারে ঈশ্বর লাঞ্ছিত
কিন্তু তাঁর লীলা সময়ের মতো কভু না ক্ষয়।
কলির এ কি খেলা-
মানুষ নিজের নামে জয়ধ্বনি দেয়!
কলির পাপই খুলবে পাপীর দু চোখ
পাপের কলস পূর্ণ হলে, এখানেই সভ্যতার জয়।