সে বিখ্যাত নয়,
তবে বিখ্যাত সংস্কৃতির শিকার-
যার নাম র্যাগিং!
অতি জানা পাপ,
অল্প জানলে কোনো ক্ষতি নেই।
অতি শিক্ষিত মাতাল।
যা শুনলাম,
তাকে নগ্ন করে
কার্নিশের ওপর দিয়ে হাঁটানো হয়েছিল।
লজ্জায় ঘেন্নায় সে জীবনের ভয়কে জয় করলো।
কিভাবে?
নিজেকে শেষ করে
খুলে দিল কিছু অল্প শিক্ষিত অথচ সচেতন মানুষের চোখ।
এবার সেই অতি শিক্ষিত মানুষ রূপী অমানুষদের
নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানো হোক!