বলো,
'হ্যাঁ অথবা না'।  
রেখো না দো টানার মধ্যে-  
হ্যাঁ বললে প্রেম আর  
না বললে বিরহ-
মাঝামাঝি কি হয়?
কেবল অন্ধের মতো
কানামাছি খেলা
অথবা প্রবহমান জীবনে কঠিন রোগ ঢুকে
মরার মতো শুয়ে থাকা!
অন্ধ হয়ে চাই না বাঁচতে-
দেখতে চাই চোখ মেলে এই সুন্দর জগৎ।
রোগীর বিছানায় চাই না শুতে-
ঘুরে বেড়াতে চাই সেবায়েত ডাক্তারের মতো।
'হ্যাঁ' বললে আনন্দ,
'না' বললে কোনো দুঃখ নেই।
কেবল উত্তরটা জানা দরকার-
জীবনটা প্রেম বিরহের খেলা-
মাঝামাঝি কিছু হয় না।
যার জীবনে না আছে প্রেম,
না আছে বিরহ,
তার জীবন বৃথা।
প্রেম থাকলে মনের আনন্দে ঘুরে বেড়াই
অর বিরহে কবিতা লিখি।
যদি কোনোটাই না থাকে,
তখন কেবল জীবন নয়, সময়ই অচল।