১) হস্তক্ষেপ
সংসারে কারো মুক্তি
যেন কেউ হস্তক্ষেপ না করে।
হস্তক্ষেপ করতে হয় উগ্রতা,
মুক্তি কখনো নয়।
উগ্রতার অর্থ-
যা খুশি তাই করা-
স্বেচ্ছাচারিতা।
মুক্তির অর্থ-
নিজের সাথে সাথে সকলের মঙ্গল চাওয়া-
স্বাধীনতা।
মুক্তি যে সংসারে
হস্তক্ষেপ করা হয়,
সেই সংসার মৃত।
যে সংসারে উগ্রতার প্রাধান্য,
সেই সংসার শ্মশান।
২) অশান্তি
কার জীবনে অশান্তি নেই!
মৃতদেহ শান্ত।
যার জীবনে অশান্তি নেই,
সে মৃত।
অশান্তি জীবনের অঙ্গ।
সাহিত্য মানে
জীবনের সহিত যার মিল,
তবু জীবনটা গল্প নয়,
গল্পের মতো।
আমরা গল্প পড়ে শান্তি পাই-
জীবনের অশান্তি দূর হয়।
আমি গল্প পড়ে শান্তি পাই না
কারণ গল্পের মতো মসৃণ আমার জীবন নয়।
আমি লিখি মানুষের অশান্তির গল্প,
এতে শান্তি মেলে বৈকি!