আমার রক্ত তোমার রক্ত মিলেমিশে একাকার-
জীবনের হোলি খেলায় শামিল মোরা:
অস্তিত্বের শেষ রক্ষায় কলঙ্কের দাগ!

মানুষ মানুষকে খাঁচায় বন্ধ করে।
মুক্ত পাখি আকাশ থেকে নেমে এসে বলে,
'স্বাধীনতার পায়ে শিকল পরিও না'।
কিছু মানুষ তার গলা টিপে ধরে,
কিছু মানুষ কেটে দেয় ডানা,
কিছু মানুষ বেঁধে ফেলে পা------
আর একদল মানুষ তাকে বাঁচাতে আসে
নিজেদের বাঁচার অধিকার হারিয়ে!

এ হোলি এখানে বারো মাস খেলা হয়-
এ বসন্তের উৎসব নয়:
গ্রীষ্মের কালবৈশাখী, বর্ষার বিদ্যুৎ ও শীতের রুক্ষতা।
পশুও লজ্জায় মুখ ঢাকে-
সে জানে পশু পশুকে খাঁচায় আটকে রাখে না,
অথচ সে অশিক্ষিত।

জীবন একটাই- তাকে সুন্দর করে তোলা আমাদের কর্তব্য:
জীবন নিয়ে খেলা বন্ধ হোক।
রক্তের দাম কেন আবিরের থেকেও সস্তা!